জ্যৈষ্ঠ মানে

মধু খাওয়ার ফাঁকে রোদ পোহাচ্ছে দুই পাখি।

জ্যৈষ্ঠ মানে গ্রীষ্ম দুপুর গনগনে রোদ হয়
দখিন হাওয়া নীরব থাকে একটুও না বয়।
গাছে গাছে আম পেকে রয় জামও পেকে থাকে
মিষ্টি কাঁঠাল সুবাস ছড়ায় স্বপ্ন ছবি আঁকে।
উদাস উদাস লাগে সবই মন হয়ে যায় কবি
তেজোদ্দীপ্ত হয়ে পড়ে দূরাকাশের রবি।

হঠাৎ করে আকাশপানে মেঘের আনাগোনা
দিঘির জলে সাঁতার কাটে চিতল মাছের পোনা।
টুপটুপাটুপ বৃষ্টি ঝরে যায় জুড়িয়ে গা
গাছের ডালে ভিজতে থাকে ঘুঘু পাখির ছা
শীতল হয়ে যায় প্রকৃতি কর্দমাক্ত পথ
ঘুমপরিরা ঘুমের দেশে জানায় মতামত।