জোছনাবিলাস

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

লোহার জানালা গলে পায়ে এসে পড়ছে জোছনার ফুল
ভেসে বেড়ানো মেঘেদের সৌরভও আসছে এই পথ ধরে
কৃষ্ণ পা জোড়া মিহি আলোয় কী দারুণ চকচক করছে
অথচ দিনের আলোতে কেবলই চিড়বিড় করে।

কী আশ্চর্য জাদু এ জোছনাতে!

অবিরাম মোহে গৃহত্যাগী হতে ইচ্ছে করে
আবার সীমাহীন মায়ায় যখন জড়িয়ে যাই,
তখনই খুব অবাক করে দিয়ে বেদনারা ঘিরে ধরে
বুক চিরে বেরিয়ে পড়ে জীবনের সমস্ত খেদ।

কী আশ্চর্য মায়া এ জোছনাতে!

জীবনের সমস্ত হিসাব–নিকাশ, লাভ–লোকসান
ভুলে যেতে চাই অতুল মোহ-মায়ার নিবিড় ছায়ায়
শুভ্র শিউলি ফুলের মতো গায়ে মাখিয়ে মেতে উঠি,
ভুলে যাই ফেলে আসা জীবনের সমস্ত আয়োজন।

হোক সবই নশ্বর, জীবনের যতটুকু বাকি
                                       অভিলাষ
তার সবটুকু মিশিয়ে মেতে উঠি—করি
                                       জোছনাবিলাস।

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]