এই যে পথিক ভাই, একটু দাঁড়ান
আপনার কি আমার জন্য সামান্য সময় হবে
আমার জীবনের গল্প শোনাব,
হবে না বুঝি-------থাক!
যান চলে যান, আমায় ক্ষমা করবেন
আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য।
শোনো এই আকাশ, মাটি, বাতাস----
লতা, পাতা, গাছগাছালি
তোমাদেরকে বলব আমার জীবনের গল্প,
শোনো আমার জীবনের গল্পকথা,
অল্প অল্প করে বলছি-----
জীবন হচ্ছে একটি মাটির পাতিল
মানুষ যেখানে চায় সেখানেই রাখে
কখনো আগুনে, কখনো ঠান্ডা জায়গায়
কখনো দড়ির মাঝে ঝুলিয়ে
আবার কখনো রাগ করে মাটিতে পুঁতে।
কিন্তু কখনো তার মর্ম বুঝে ওঠার মতো
আধো ওদের হয়ে ওঠেনি?
তাই মাটির পাতিলের করুণ আর্তনাদ
বুকভাঙা কষ্ট-----
ওরা কখনো শোনেনি, শুনতেও চায়নি,
তাই আমি আজ এক সাগর দুঃখ নিয়ে
আকাশ, মাটি, বাতাস, লতা, পাতা---
গাছগাছালির শরণাপন্ন হয়েছি----
মাটির তৈরি জীবন নামের পাতিলের
রূপলাবণ্য ওদের কাছে আজ মূল্যহীন
কিন্তু সেই জীবন নামের মাটির পাতিল
আমার কাছে এক অমূল্য ধন।
থাক না জীবন নামের পাতিলের গায়ে
খানিকটা কষ্ট-------তাতে কী হয়েছে,
মনে রেখ অতি সহজে ভেঙে যাবে না
জীবন নামের মাটির পাতিল
বেঁচে থাকার জন্য নতুনভাবে আবার স্বপ্ন দেখবে
আগুনে রাখা পাতিল থেকে বাষ্পায়িত হবে
আরেকটি সুন্দর নতুন জীবন।