জীবন দিয়ে

আনোয়ার হোসেনের তোলা এই ছবিটি হয়ে উঠেছে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের প্রতীক। ১৯৭১–এ এটি তোলা হয়েছিল ঢাকার দোহারের একটি গ্রাম থেকে।
প্রতীকী ছবি

দেশকে স্বাধীন করেই ছাড়ব

নেতা যখন বলল,

রণক্ষেত্রে হাজার মানুষ

জীবন দিতে চলল।

সেই কাতারে আমার দাদু

ছিল বীরের বেশে

জীবন দিয়ে বাংলাদেশের

নামটি আনল শেষে।