জাতিসংঘ ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সদস্য হলেন সাতক্ষীরার সিয়াম

এস এম সিয়াম ফেরদৌস
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার সন্তান এস এম সিয়াম ফেরদৌস জাতিসংঘের মর্যাদাপূর্ণ ইয়ুথ প্ল্যাটফর্ম ‘এশিয়া ইয়ুথ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনসের ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন’–এর বাংলাদেশি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

ছোটবেলা থেকেই নানা সৃজনশীল কর্মকাণ্ডে জড়িত খুলনা পাবলিক কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম সিয়াম ফেরদৌস। সিয়াম বলেন, ‘বিতর্ক প্রতিযোগিতার শুরু ষষ্ঠ শ্রেণিতে থাকা অবস্থায়। ২০১৪ সালের অক্টোবরে আমার স্কুল সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ফোন দেয় বিতর্ক প্রতিযোগিতার জন্য। এরপর সেখানে গিয়ে বড় ভাইয়েরা বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁদের সংস্পর্শেই বিতর্ক প্রতিযোগিতার হাতেখড়ি, এরপর এগিয়ে চলা।’

সাতক্ষীরা জেলা সদরে বেড়ে ওঠা তরুণ সিয়াম অংশ নিয়েছেন বিটিভির ১২তম কুইজ প্রতিযোগিতায়। বিতর্ক, কুইজ, রচনা, অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় শতাধিক সেরা অর্জন রয়েছে তাঁর।

কোভিড–পরবর্তী সময়ে পর্যটনের সমস্যা সমাধানের বিষয়ে সিয়াম বলেন, ‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের মধ্যে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। কিন্তু প্রয়োজন এই সম্ভাবনার সঠিক ও সুষ্ঠু পরিচর্যা। আমি বড় হয়ে একজন চিকিৎসক হতে চাই। গরিব–দুঃখী–অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। দেশের উন্নয়ন, পরিকল্পনা ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে চাই।’

এস এম সিয়াম ফেরদৌস সাতক্ষীরা বন্ধুসভার সদস্য হিসেবে যুক্ত ছিলেন।

সাবেক সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা