জাগায় স্বপ্নের দিশা

প্রতীকী ছবি
সংগৃহীত

শিক্ষক সে তো তিমিরহননের
এক উজ্জ্বল আলোকবর্তিকা
যদিও আঁধারে নিজে ডুবে যায়
তবু বিলায়ে যায় জ্ঞানের শিখা
ঊষর প্রান্তরে ফলায় সবুজ শস্য
আনে সজীবতা রুক্ষ প্রাণে প্রাণে
শিক্ষক সে তো শত ব্যথা–বেদনা
লুকিয়ে রাখে উদার বুকের ঘরে
জাগায় স্বপ্নের দিশা কোমল মনে
প্রসারিত করে জ্ঞানের ভান্ডার
উন্মেষ ঘটায় বিবেক মানবতার
শিক্ষক তো কারিগর মানুষ গড়ার।