ছেলেবেলার বন্ধু

প্রতীকী ফাইল ছবি
এহসান-উদ-দৌলা

বন্ধু তোরা কোথায় আছিস
কেমন আছিস বল?
তোদের কথা মনে পড়লে
চোখে আসে জল।

সেই তো ছিল মজার সময়
হল্লাহাটির দিন,
দিনে দিনে ঝাপসা হচ্ছে
ছেলেবেলার ঋণ।

কেমন করে যাচ্ছে ক্ষয়ে
প্রাণের বাঁধন সেই,
তোদের ছাড়া একলা একা
আমি ভালো নেই।

আয় না আবার তালের পাতায়
বানাই সেই বাঁশি,
হাওয়ায় হাওয়ায় বাঁশির সুরে
বলি ভালোবাসি।

পলাশ, নরসিংদী