আসবে তুমি সেই আশাতে আমি
অপেক্ষাতে প্রহর কাটাই কত
কিন্তু তোমার পাই না দেখা আজও
হৃদয় আমার হয় ক্ষত-বিক্ষত।
চাইলে তুমি আসতে পারো জানি
ইচ্ছে হলেই বাসতে পারো ভালো
কিংবা তুমি হতেই পারো ফুলও
সুগন্ধিময় রূপসী জমকালো।
অভিমানের মেঘগুলো সব গলে
বৃষ্টি হয়ে ঝরুক আমার বুকে
অনেক করে চাইছি তুমি আসো
ভরিয়ে দেবো তোমার জীবন সুখে।