চাঁদনি রাতে

প্রতীকী ছবিরফিকুল ইসলাম রেজা

চাঁদনি রাতে চাঁদের সাথে মনের কথা হয়,
আমায় দেখে নীলপরিরা কী জানি কী কয়?
মেঘের ভেতর লুকানো যে আছে একটা বাড়ি,
সেই বাড়িতে বসত করে নীলাম্বরী নারী।
নীলাম্বরী নারীর শাড়ি দেখে অবাক হই,
চাঁদনি রাতে নারীর সাথে মনের কথা কই।
চাঁদনি রাতে লক্ষ তারা আকাশেতে হাসে,
মরার পরে তারা হয়ে থাকব ওদের পাশে।
ওই আকাশে দূরের দেশে
দূর পাহাড়ে ভেসে ভেসে
লিখছে কে কোন কাব্য?
গভীর রাতে, স্বপ্নপ্রাতে তাকে নিয়ে ভাবব।