চন্দনার ছবি

অলংকরণ: মাসুক হেলাল

জলের কোনো রং নেই
হে বসন্ত তুমি যদি রাঙালে
বুকের গহিনে ঝরা পাতা
ঝরা ফুল
ভেঙে ভেঙে পড়া
উপচে পড়া দুকূল
হৃদয়ের অন্তরালে, কাঙালের হাত পাতলে।
ঝুপুস করে এসে ঝরে পড়া
কোনো এক তালপুকুরে
বেতের সপাং সপাং ছড়া, যেমন ধ্বনি ওঠে সুরে
বাঁশঝাড় থেকে নির্জন দুপুর, উঁকি দিয়ে যায়।
আমার হৃদয় ছিনিয়ে নিয়ে
তুমি যদি তোমার হৃদয়ে টাঙালে
চলো তবে মরা খাদে জল রঙে বাঁচি
এ বসন্তে, হে আকাশলীনা যদি হাত বাড়ালে