নীল গগনে পাখপাখালি
উড়ে ডানা মেলে
রংধনুর রং গায়ে মেখে
চড়ুইভাতি খেলে।
মেঘকুমারীর দেখা পেলে
নামতে চায় না ধরায়
চান্দের বুড়ি মাস্টার হয়ে
বর্ণমালা পড়ায়।
তাই না দেখে খোকাখুকি
ডাকে আয়রে আয়
তোদের নিয়ে করব খেলা
শ্যামল বাংলার গায়।