গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি হৃদয় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার

গাজীপুরের বাহাদুরপুর রোভার পল্লিতে আনুষ্ঠানিকভাবে সনদ ও ক্রেস্ট বিতরণ
ছবি: সংগৃহীত

২০২০-২১ সালে রোভার স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় এবং নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ দেশের প্রতি বিভাগে একজনকে শ্রেষ্ঠ জেলা রোভার কমিশনার, শ্রেষ্ঠ জেলা রোভার সম্পাদক, শ্রেষ্ঠ ইউনিট লিডার ও শ্রেষ্ঠ রোভার স্কাউটকে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এতে ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ রোভার হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাকিব হোসেন ওরফে হৃদয়। হৃদয় বশেমুরবিপ্রবি আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতির দায়িত্ব পালন করছেন।

২৩ অক্টোবর শনিবার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুরের বাহাদুরপুর রোভার পল্লিতে ৪৫তম বার্ষিক কাউন্সিল সভায় আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ডের সনদ ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক এ কে এম সেলিম চৌধুরী, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন প্রমুখ।

আনুষ্ঠানিকভাবে সনদ ও ক্রেস্ট গ্রহণ করছেন সাকিব হোসেন
ছবি: সংগৃহীত

শ্রেষ্ঠ রোভারের পুরস্কার গ্রহণের অনুভূতি জানতে চাইলে সাকিব হোসেন বলেন, ‘এ রকম একটা মুহূর্তের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি। এ সম্মাননা আমার জীবনে ঘটে যাওয়া মধুর সময়ের মধ্যে অন্যতম।’

বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও গোপালগঞ্জ জেলা রোভার সম্পাদক মো. মজনুর রশিদ বলেন, ‘সাকিব হোসেন অত্যন্ত পরিশ্রমী ও উদ্যমী একজন রোভার। তার এ অর্জনে আমরা গর্বিত। তার এ অর্জন গোপালগঞ্জ জেলার রোভারদের অনুপ্রাণিত করবে।’