গাছ আমাদের বন্ধু ও ভাই
সবাইকে দেয় বায়ু
মানুষের বিষ গাছে খেয়ে
বাড়ায় মোদের আয়ু।
পুকুরপাড়ের ফাঁকা জায়গায়
লাগাও তোমরা গাছ
বারোটি মাস থাকবে ভালো
পাবে আরও মাছ।
বাড়ি কিংবা সড়কপথে
করলে বৃক্ষরোপণ
দেশমাতা থাকবে ভালো
পূর্ণ হবে স্বপন।
খরা বন্যা দুর্যোগ হতে
বাঁচতে যদি চাও
উপায় কিন্তু একটাই
চারাগাছ লাগাও।