গাঁয়ে যাব

প্রতীকী ছবি
সংগৃহীত

যেখানেতে শুনি আমি
রঙিন পাখির ডাক
সেইখানেতে যাব আমি
দেখব দোয়েল কাক।

সরুপথের দুই ধারেতে
ফোটে বুনো ফুল
সেই গাঁয়ে দেখব আমি
বাঁকা নদীর কুল।

মনের মাঝে ভেসে ওঠে
রাখাল, বাঁশি, সুর
মেঠোপথে ঘুরব আমি
ঘুরব বহু দূর।

বাড্ডা, ঢাকা