ওই তো সেদিন তুমি আর আমি যখন
সমুদ্রের সবচেয়ে কাছের দেশে যাচ্ছিলাম, তখন ঝড় দেখেছি
সমুদ্র তখন আমায় বুকে
জড়িয়ে ধরলেও ঝড় থামেনি,
সমুদ্র তখন মাতাল তবে দুশ্চরিত্র নয়।
কোনো এক মন খারাপের মেঘলা দিনে
ঝড় হয়ে তুমি এলে, আমি তখন ভীত
তখন আমার একটু ঠান্ডা হাওয়া দরকার
তবুও তোমার কাছে যাইনি
শুনেছি, ঠান্ডা হাওয়ায় নাকি প্রেমের বারুদ থাকে।
তুমি কি একবার সুর হতে পারতে না?
আমার গিটারের তারে লেগে থাকা জংগুলো
সরিয়ে ফেলতাম অনায়াসে
তোমায় নিয়ে গান বাঁধতাম
যা প্রেমের, যা ভালোবাসার।
আমি ভেবেছিলাম তুমি একবার হলেও ফুল হবে
প্রকৃতির সৌন্দর্য ধরে রাখবে বুকে,
নাম না জানা ফুল হতে পারতে তো পাহাড়ের গায়ে
আমার জন্য ফুটতে, আমি রাখতাম সযত্নে
সবার জন্য তখন নাই–বা ফুটলে।
আমি তোমার জানালার বাইরের
প্রিয় আকাশ হতে পারিনি
সবচেয়ে দূরের একপশলা বৃষ্টি
পাঠাব তোমায়, সরিয়ে রেখো...।
পশ্চিমবঙ্গ, ভারত