ক্ষণকালের নক্ষত্র

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮—১৯ জুলাই ২০১২)।
প্রতিকৃতি: মাসুক হেলাল

ছাতিম ফুলের গন্ধ নাকে এসে ধাক্কা খায়
শ্রাবণের এলোমেলো বাতাসের সাথে
ঠিক মনে পড়ে তোমার কথা
শ্রাবণের টিপটিপ বারি ঝরা রাতে
চলে গেলে অগণিত পাঠককে অশ্রু সিক্ত করে।
একখণ্ড চাঁদ উঁকি দিয়ে শ্রাবণের বারিধারায় ডুবে গেল
তুমি; হিমু, মিসির আলি, শুভ্র, রুপা আরও কত নামে
এসেছিলে আমাদের মাঝে।
চাঁদ, জোছনা, তারা, গ্রহ, নক্ষত্র
হারিয়ে যায় না
তুমি তারা হয়ে থাকবে চিরকাল পাঠক মনে।