কোথাও শান্তি নেই

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

হালকা একটু ঝড়ে
প্রাণপাখি নড়ে
বুকের ভেতর ঘর
করে মরমর।

হালকা একটু শীতে
জাগি রজনীতে
হৃদয় আকাশ ভিজে
মন থাকে ফ্রিজে।

হালকা একটু রাতে
চোখ পক্ষাঘাতে
জীবন হোঁচট খায়
আশা–নিরাশায়।

হালকা একটু রোদে
ছুটে যাই চাঁদে
চাঁদ যে ভীষণ ঠান্ডা
শান্তি মারে ডান্ডা।