কালবৈশাখী ছুঁয়েছে আমায়

প্রতীকী ছবি
অলংকরণ: স্বপন চারুশি

কালবৈশাখী ছুঁয়েছে আমায়

এক শ জনম পর

তছনছ করা মাতাল হাওয়া

আবদ্ধ করেছে আমায়,

তোমার শান্ত দুনয়নের ভেতর।

বজ্রপাতের ঝলকানো আলো

শহর কাঁপানো বজ্রধ্বনি

তার কি খেয়াল আর আছে বলো!

আমি তো তখন ব্যস্ত শত

তোমার দুনয়নে শব্দ চুমি।