কারফিউ

অলংকরণ: আরাফাত করিম

তোমার শহরে কারফিউ জারি
কলেজ স্ট্রিটের মোড়ে চেকপোস্ট সারি সারি।
তোমাকে দেখার করেছে অসুখ
বেপরোয়া বিরহে ছেপেছে মুখ।
মহাসড়কজুড়ে বারুদ পোড়া গন্ধ
রোদের ঝলকানিতে চোখ হচ্ছে অন্ধ,
হঠাৎ বুলেট এসে লাগলো বুকের বাঁ পাশে
আমার নিথর দেহ লুটিয়ে পড়ল দূর্বাঘাসে।
ল্যামপোস্টের প্যাঁচানো তারে বসে আছে একঝাকঁ
নিষিদ্ধ শহরের প্রাচীন দাঁড়কাক।
অদূরের প্রান্তরে ভেসে এল তোমার গলার স্বর
অতঃপর মৃত্যুর কোরিডরে স্তব্ধ হয়ে গেল আমার তর।