কাঠবিড়ালি

কাঠবিড়ালিছবি: জাহিদুল করিম

আম পেকেছে জাম পেকেছে ঋতু গ্রীষ্মের কালে,
কাঠবিড়ালি মনের সুখে নাচ্ছে গাছের ডালে।
গাছের ডালে খাচ্ছে বসে মিষ্টি পাকা ফল,
তাই না দেখে ঢিল ছুড়েছে খোকা খুকির দল।

ঢিলের চোটে কাঠবিড়ালি গাছের ডালে কাঁদে,
তার বুঝি প্রাণটা যাবে খোকা খুকির ফাঁদে।
ফাঁদে পড়ে কাঠবিড়ালি লাফায় তিড়িং বিড়িং,
এমন কাণ্ড দেখে হাসছে খেতের ফড়িং।

খেতের ফড়িং বলছে হেসে কাঠবিড়ালি ভাই,
খোকা খুকির কাছে এবার তোমার রেহায় নাই।
আম খেয়েছ জাম খেয়েছ খেয়েছ গাছের ফল,
তোমার এবার প্রাণটা নেবে খোকা খুকির দল।