এলোকেশী: রাখী বিশ্বাস

প্রতীকী ছবি

শরৎ আসে রানির বেশে

চড়ে মেঘের ভেলা,

নদীর চরে কাশের বনে

খোলা হাওয়ার খেলা।

স্নিগ্ধ-শ্যামল প্রকৃতি আজ

পরছে নতুন সাজ,

ছাতিম ফুলের মাদকতায়

বিভোর শরৎ সাঁঝ।

আকাশজুড়ে তারার মেলা

মিলায় হাতে হাত,

ঢলো ঢলো চাঁদের হাসি

জ্যোৎস্নামাখা রাত।

ভোর বাতাসে আসছে ভেসে

শিউলি ফুলের বাস,

সোনার আলোয় মুক্তা ছড়ায়

শিশিরভেজা ঘাস।

করতে বরণ শারদীয়ায়

সাজিয়ে নিতে ডালা

শুভ্র বসন এলোকেশে

কুসুম কুড়ায় বালা।