একুশের গান

প্রতীকী ফাইল ছবি

বাংলা মায়ের সোনার ছেলে

ধন্য তুমি ধন্য

রাজপথেতে রক্ত দিলে

মাতৃভাষার জন্য।

জিন্না সাহেব বলল যেদিন

উর্দু রাষ্ট্রভাষা

জবাব দিলে আন্দোলনে

হটল সর্বনাশা।

গর্জে উঠল কৃষক-শ্রমিক

কিশোর-তরুণ ছাত্র

বাংলা মোদের প্রাণের ভাষা

নয়তো ঘৃণার পাত্র।

অনেক ত্যাগের পরে হলো

বাংলা রাষ্ট্রভাষা

ফুটল হাসি হাজার মুখে

পূর্ণ মায়ের আশা।