একুশের গান

কেন্দ্রীয় শহীদ মিনার
ছবি: প্রথম আলো

একুশ এলেই মনে পড়ে

বর্ণমালার গান

ভাষার প্রতি শহীদ ভাইদের

কী নিদারুণ টান।

ভাষার দাবিতে রাজপথে

দিল যারা তাজা প্রাণ

তাদের রক্তে লেখা হলো

বাংলা অভিধান।

মায়ের মুখের মাতৃভাষা

পেল স্বাধীনতা

একুশ এলেই পুষ্পশয্যায়

জানাই কৃতজ্ঞতা।

জীবন দিয়ে রেখে গেল

মাতৃভাষার মান

সেই শোকেতে গাই আমরা

একুশের গান।

আলতাফনগর, দুপচাঁচিয়া, বগুড়া