একুশ আমার

প্রতীকী ছবি
প্রথম আলো

পিচঢালা রাস্তায় রক্তের দাগ শুকায়নি

রাতের পর রাত দিনের পর দিন

অপেক্ষা একটি দিনের

অতঃপর একুশ আসে

একুশ আমার।

ডাহুকডাকা রাত ভোর হয়

ডাক আসে প্রভাতফেরির

হাতে এক তোড়া গাঁদা ফুল

নগ্ন পা

মুখে আমার ভাই তোমার ভাই রফিক জব্বার বরকত স্মরণ

অন্তরে কয়েকটি বর্ণ

আমি বাংলায় কথা বলি

একুশ আমার।

স্বর্গ থেকে মিছিলে এসে সুর মিলায় রফিক, শফিক

সক্রোধে চিৎকার করে বলে

নাড়িছেঁড়া ফুল নিয়ে এত কাড়াকাড়ি কেন?

কেউ শোনে না, কেউ জবাব দেয় না

সূর্যদেব রক্তিম হওয়ার আগেই সুতো ছিঁড়ে যায়

ফুলগুলো লাওয়ারিশ পড়ে রয়

কেউ খবর রাখে না

একুশ আমার।

কুড়িগ্রাম বন্ধুসভা