একমুঠো নীল জোছনা: শরিফ হাসানাত

মনে আছে আমার,

বলেছিলে তুমি শ্রাবণের বৃষ্টি দেখে—

আমার চিলেকোঠার বারান্দায় বসে।

এমন বৃষ্টিভেজা রাতে, দুটি মন এক সাথে

হয় গো যদি আবার দেখা!

তবে এঁকে দেব কপালে তোমার পরম চুম্বনরেখা।

ভুলিনি সেদিন থেকে, রেখেছি কাব্যজালে

বন্দী করে সেই স্বপ্নিল আশা।

মেখে দেব অঙ্গে তব চুলের খোঁপায়,

একমুঠো নীল জোছনা।

চল যাই এক সাথে, কোনো এক পূর্ণিমা রাতে—

ঐ দূর খোলা প্রান্তরে।

যেখানে বৃষ্টির মতো ঝরে জোছনা রাশি রাশি।

চল যাই এক সাথে, কোনো এক রাতে—

নিশি ফুলের রাজ্যবাগে।

যেখানে ফুলের গন্ধে নৃত্য করে নীল পরিরা।