একজন নেতার বেড়ে ওঠা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিকৃতি: মাসুক হেলাল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিকৃতি: মাসুক হেলাল

আত্মজীবনী সম্পর্কে সবারই কিছু না কিছু ধারণা আছে। আত্মজীবনী মানে হলো নিজেকে ফুটিয়ে তোলা, নিজের প্রশংসা নিজেই করা। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটিতে অধিকাংশ অধ্যায় জুড়ে শহীদ সোহরাওয়ার্দীর কথাই বলেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন এমন একজন নেতা। বাংলাদেশ রাষ্ট্রের সাথে যাকে সরাসরি তুলনা করা যায়, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক নেতা, যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অন্যতম ভূমিকা পালন করেন।

শেখ মুজিবুর রহমানের জীবনের অধিকাংশ সময় কেটেছে কারাগারে, যেখানে তিনি নিরিবিলি সময়গুলোতে তাঁর বন্ধুবান্ধব ও সহধর্মিণীর অনুপ্রেরণায় আত্মজীবনী লেখা শুরু করেন। অসমাপ্ত আত্মজীবনী বইটিতে শেখ মুজিবুর রহমানের বংশ পরিচয়, জন্ম, শৈশব, শিক্ষাজীবন, রাজনৈতিক কর্মকাণ্ডসহ আরো অনেক কথা উল্লেখ করা হয়েছে।

বইটিতে সবচেয়ে বেশিবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা বলা হয়েছে। সোহরাওয়ার্দী ছিলেন মূলত বঙ্গবন্ধুর রাজনীতিতে আসার প্রেরণা, রাজনৈতিক পরামর্শদাতা। বইটিতে নিজ পরিবারের পরিচয়পর্ব থেকে শুরু করে শহীদ সোহরাওয়ার্দীর পরিচয় পর্বও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

সোহরাওয়ার্দীর সঙ্গে তাঁর পরিচয় হয় ১৯৩৮ সালে যখন সোহরাওয়ার্দী স্কুল ভ্রমণে গোপালগঞ্জ গিয়েছিলেন। সেখানেই সোহরাওয়ার্দীর সঙ্গে শেখ মুজিবুর রহমানের পরিচয় ও রাজনীতির পথে তাঁর যাত্রা শুরু হয়। এরপর সেই স্কুল ছাত্র ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

বইটিতে শহীদ সোহরাওয়ার্দীর সাথে সাথে এ কে ফজলুল হক ও ভাসানীর কথাও উল্লেখ করা হয়েছে। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ছিল সংঘর্ষপূর্ণ। তিনি বাঙালিদের অধিকারের জন্য দীর্ঘদিন আন্দোলন করেন, যার কারণে তিনি অনেকবার কারাগারে বন্দি ছিলেন। কিন্তু এরপরেও তিনি থেমে থাকেননি।

বঙ্গবন্ধু তাঁর এই বইটিতে কারো সম্বন্ধে কোনো বাজে কথা বলেননি, কোনো নেতিবাচক কথা বললেও যথেষ্ট সম্মানের সাথে আগে ব্যাখ্যা করেছেন তারপর বলেছেন। তিনি তাঁর অনেক ভ্রমণের কথাও এ বইতে উল্লেখ করেছেন।

বইটিতে দেশ বিভাগের সময় হতে পূর্ব বাংলার রাজনীতি, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামীলীগের প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও প্রাসাদ ষড়যন্ত্রসহ তাঁর জীবনের আরো অনেক ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন। মোটকথা বঙ্গবন্ধুর এই বইটিতে একজন নেতার বেড়ে ওঠার কাহিনী স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।

সাগরপাড়া, রাজশাহী