এক গুচ্ছ কদম

ফাইল ছবি
সংগৃহীত

এই বর্ষা ভেজা শহরে তুমি যদি আসতে

চায়ের টঙে এসে খুব কাছে বসতে

আমি, খানিকক্ষণ স্তব্ধ হয়ে থাকতাম

মৃদু হেসে চোখে চোখ রাখতাম

আমার দেওয়া নামে তোমায় ডাকতাম।

কফি কালারের পাঞ্জাবির কলারে

আঁকা চন্দ্রমল্লিকা ফুল

আমার ম্নান চেহারা জুড়ে এক রাশ ভুল

চিরুনিতে ধরে না বড় বড় এলোমেলো চুল।

থুতনিতে খোঁচা খোঁচা দাড়ি

তোমার পরনে বেগুনি শাড়ি।

এক গুচ্ছ সতেজ কদম দিয়ে

একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে

চিরকুট দিয়ে হতাম নিরুদ্দেশ

যেন আমাদের গল্পটা না হয় শেষ।