এক অমাবস্যার রাত

প্রতীকী ছবি
অলংকরণ: মাসুক হেলাল

কোনো এক ঘোর অমাবস্যার রাতে

হঠাৎ করে কিসের ঘণ্টা যেন বেজে ওঠে মনে

তোমাকে দেখার বড় স্বাদ জাগে তখন।

আমি অন্ধ পাখির ছানার মতো খুঁজে ফিরি চারিদিক

এদিকে ওদিকে খোঁচা খেয়ে একসময় নীরব হই

যেন মর্গে পড়ে থাকা স্পন্দনহীন একটি প্রাণ।

তবুও স্মৃতি কথা বলে মস্তিষ্কের স্নায়ুকোষ ঘিরে

প্রতিটি ধমনি শিরা কম্পিত হয়ে ওঠে প্রবল বেগে

আন্দোলন সৃষ্টি করে শরীরের প্রতিটি শোণিতে।

যখন বাঁশের মাথায় দেখা যায় না ঝুলন্ত চাঁদ

দূর থেকে ভেসে আসা তীব্র আর্তনাদ কর্ণে প্রবেশ করে

তখন ভীত হৃদয় শ্রান্তি পেতে চায় তোমার কাছে

মুখ গুঁজে পড়ে থাকতে ইচ্ছে করে তোমার বুকে

নির্জীব, ক্লান্ত এক প্রাণ হয়ে

শত বর্ষ পরেও এমনই নিশ্চল রূপে।