ঝিকিমিকি করে নাকো আকাশের তারা
জোনাকিরা ভেজা রাতে পাড়ি দেয় পাড়া।
মহামারি করোনায় চোখে নেই নিদ
তার মাঝে এসে পড়ে কুরবানি-ঈদ।
গাড়িঘোড়া নেই পথে মানুষেরা ঘরে
খেটে-খাওয়া লোকজন বিপদেই পড়ে।
গরু–মোষ ঠিকমতো পায় না তো ঘাস
পাখিরাও আধা খেয়ে করে বসবাস।
সাগরের জল যেন হারিয়েছে গতি
জেলে-মাঝি কমে গেছে বাড়ে তার ক্ষতি।
মাছ বাঁচে কাদা খেয়ে খাদ্য কে দেয়?
ভাগে পেলে কেউ দ্রুত ঘরে তুলে নেয়।
আকাশের চোখে সদা টলটলে পানি
সে পানিতে কৃষকের ডোবে মাঠখানি।
কুরবানি ঈদ আসে, বাসিমুখো নিজে
ভুক্তভোগীরা বোঝে ঈদ-খুশি কী যে।