ইলিশ মাছের হুররা

ইলিশছবি: প্রথম আলো

ইলিশ মাছের হুররা দিয়া
খাইছি মজার ভাত।
পান্তাভাতে মাছের সোয়াদ
মাইক্কা যাইতো হাত।

হলুদ নুনডা দিয়া মায়ে
জাল দিয়া যে রাখত
হুরার লগে মরিচ পুইড়া
সবাই মিল্লা চাখত।

সোয়াদের চুটে বেক্কে মিল্লা,
খাইছি দাওয়ায় বইয়া।
আরেক টুকরা মাছ লইতাম,
কত্ত কইয়া কইয়া।

মাছের কাডা ভাইঙ্গা গিয়া,
হানছে দাঁতের ফাহে।
ব্যতার চোডে চিক্কুইর দিয়া,
কানছি চোহে-নাহে।

ইলিশ মাছের অ্যাকছের কাডা,
খাইতে তবু মজা।
বেইন্নাবেলা পান্তা হুররা
খাইছ মনুরা কেড়া?

মার হাতে ভত্তা দিয়া
খাইছি বউয়্যা ভাত,
জিব্বা দিয়া চাটছি তো মুই
মায়ের মাখা হাত।

পাডার মইদ্দে ভাত মাইক্কারে
ডাকছে কত মায়,
কে কে খাবি গুরা-গারা
এম্বায় ছুইড্ডা আয়।

আরও কত সোহাগ কইরা
খাওয়াইত ইলিশ ভাজা,
খাইছি আর মায়ের লাগানো,
সবজি কত তাজা।

ঝালের চুডে প্যাডের বেদনায়,
হইছে কত কষা,
হেইয়ার পরও ইলিশের হুররা
স্বাদটা বেজায় খাসা।