ইলা মিত্র স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার কুইজ প্রতিযোগিতা

ইলা মিত্র স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার কুইজ প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্র স্মরণে চাঁপাইনবাবগঞ্জে ৯ অক্টোবর (শনিবার) নবম–দশম শ্রেণির শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও গ্রিনভিউ উচ্চবিদ্যালয়ের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুর রহমান। সংক্ষিপ্ত বক্তব্য দেন সহকারী শিক্ষক শফিউল আজম, লিনস হাসদাক্, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ফারুকা বেগম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ।

ইলা মিত্র স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার কুইজ প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম, প্রচার সম্পাদক কামরুন নাহার, নারীবিষয়ক সম্পাদক কুলসুম নাহার, ক্রীড়া সম্পাদক মো. ওবাইদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সদস্য মাহমুদুল হাসান, আসিফা আশরাফি, সারমিন আক্তার, সিয়াম আশরাফ, রিফাত শাহরিয়ার প্রমুখ।

ইলা মিত্র স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার কুইজ প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার প্রচার সম্পাদক কামরুন নাহার বলেন, বন্ধুসভার বন্ধুরা তিনটি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন করে। পরবর্তী সময়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ বেশি নম্বর পাওয়া ৩০ জন শিক্ষার্থীকেও সম্মাননা পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হবে।

সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম বলেন, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্র সম্পর্কে এ যুগের অনেক শিক্ষার্থীই জানে না। জানে না তাঁর দর্শন, চিন্তাধারা ও বিপ্লব ও ত্যাগের কথা। ইলা মিত্র সম্পর্কে জানতে ও জানাতে শিক্ষার্থীদের নিয়ে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা