আড়াল

অলংকরণ: আরাফাত করিম

আড়াল হতে হতে আড়াল হয়ে যায়,
পূর্ণিমা থেকে ধীরে ধীরে অমাবস্যায়।
অদৃশ্য আজ দৃশ্যমান হয়,
মনের ভেতর দোল খায়।
স্মৃতি হঠাৎ ধাক্কা দেয়, সংবিৎ ফিরে ভাবি
সে তো চোখের আড়াল, মনের নয় কেন?
চোখ দেখি, যে চোখ চঞ্চল হয়ে খুঁজে যায় আড়াল এড়িয়ে,
মুখ দেখি, যে মুখ উন্মাদ করে যেত অতীত বর্তমান সব।
এলো চুল আজও আমার মুখে আছড়ে পড়ে
সুবাস দিয়ে যায় নাকে।
আমি একাকী সারা জীবন
খুঁজেফিরি তাকে।
সবাই বলে চোখের আড়াল, মনের আড়াল হয়,
তাই বুঝি অমাবস্যা বলে আকাশে চাঁদ নয়।