আর কতকাল

অলংকরণ: তুলি

নাগরিক জীবনের শ্বাসে শুকে যায় হৃদয়ের জল
জীবিকা চুল্লিতে পুড়ে দিন-হৃদয়ে গড়ে ওঠে নগর
যান্ত্রিকতা অবয়বে হেঁটে যায় সময়-বিশ্রামহীন
সোডিয়ামের আলো বিছানো পিচঢালা পথ ঢাকে
সোঁদা মাটির ঘ্রাণ-ইট,বালু আর কঠিন পাথরে।

বিশটি বছর...যাযাবর, বিশটি বছর...ঘরহীন
সানবাঁধা হৃদয় চাতালে পুড়ে মমতার বৃষ্টি
আর কতকাল? পিচে ঢাকা মাটির গহিনে আর্তনাদ!
গোধূলি বেলায় ঘরে ফেরা পাখির মতোই মন
প্রার্থনা জানায়-প্রিন্টেড কাগুজে দিনগুলো
উৎসমূলের সবুজতা ফিরে পাক-রৌদ্রস্নানে
ঘরহীন চোখগুলো খুঁজে পাক আপন ঠিকানা
মমতাবন্ধনে বাঁধা থাক জোছনার আলো
পুড়ে যাক নাগরিক অন্ধকার-অনাগত ভোরে।