আর কতকাল

অলংকরণ: মাসুক হেলাল

বহ্নিমান মধ্যাহ্ন নেমে আসে ঘাটবাঁধা-দীঘিতে
ধর্ষিতা দীঘির ইজ্জত উবে যায় ঐ ঊর্ধ্বলোকে
সাহারা হাহাকার করে শাপলার উদম দেহে
পোষা মাছ ধড়ফড় করে মরে সন্ত্রাসী আঁচে;
বাহুবল-চোট নির্বল আর কতকাল সয়ে যাবে!

আলোকময় আকাশটা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে
বাবুইয়ের সুখের নীড় ছিঁড়ে যায় বৈরী ঝড়ে
বজ্রপাতে দুধেল গাভিটি মাটিতে লুটিয়ে পড়ে
চোখল শকুন তার জীবন্ত শরীর খায় ছিঁড়ে;
বাহুবল-চোট নির্বল আর কতকাল সয়ে যাবে!

উন্মাদ বাতাস যেন সর্বভুক, ত্রাসে গেছে পচে
বাস্তুহারা কবুতর মাতম করে মৃত-ছা নিয়ে
ডালভাঙা গাছ ফলের বিচ্ছেদে ডুকরে কাঁদে
ডানাহারা প্রজাপতি কোঁকায় জীবাণুরই জালে;
বাহুবল-চোট নির্বল আর কতকাল সয়ে যাবে!

বিশাল সমুদ্র সংকীর্ণ ও নীচ অশুভ গর্জনে
গর্ভের ধন জোয়ারে ভাসায় বালুময় ঐ তটে
ঝিনুক, মাছেরা সহবাসীসহ মাথা কোটে মরে
লহমায় গিলে ফেলে পিঁপড়ার গ্রাম ডাঙায় ওঠে;
বাহুবল-চোট নির্বল আর কতকাল সয়ে যাবে!