আমি নিজের জন্য আসিনি

অলংকরণ: মাসুক হেলাল

আমি নিজের জন্য আসিনি,
সে বিকেলের বলা সব কথা মিথ্যে ছিল,
আমি তোমায় ভালোবাসিনি!  
আমি নিজের জন্য আসিনি,
অস্তপারের শেষ সূর্যাস্ত আমি দেখিনি,
আমি তোমায় ভালোবাসিনি!  
নীল খামে ভরা খাতায়,
লিখেছি প্রতিটা পাতায়।

ছুড়ে ফেলেছি আমার বাঁশিটা,
বাজাতে পারি না বিধায়!
কল্পনার রং প্রসারিত হয় জীবন্ত ক্যানভাসে,
আমি অতীত নিয়ে বাঁচি একা, কখনো বা এক সাথে!

আস্তাকুঁড়ের স্বপ্ন পূরণ, ফেলনা যা সব আমার বারণ,
অন্ধকারের অন্ধ কাটুক, তোমার আমার ছন্দ বাঁচুক!
আশ্চর্য এ দিবালোকের স্মৃতি,
রাত্রী ঘন হলে বাড়ে প্রীতি!
যদি পারতাম থামিয়ে দিতে,
অনন্ত যাত্রায় বয়ে যাওয়া সময়কে!
আমি থেকে যেতাম আমাদের সেটুকু স্মৃতিতে।