‘আমার বঙ্গবন্ধু’ লেখক সম্মাননা পেলেন নোয়াখালী বন্ধুসভার আসিফ আহমেদ

আমার বঙ্গবন্ধু লেখক সম্মাননা স্মারক হাতে আসিফ আহমেদ।
ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত মার্চে প্রকাশিত হয় ‘আমার বঙ্গবন্ধু: প্রেম ও প্রেরণায়’ শীর্ষক বই। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশ গড়ার প্রেরণা ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুর জীবনদর্শন, উন্নয়ন ভাবনা ও ভাষণের ওপর দুই প্রজন্মের নির্বাচিত ১০০ লেখা, জাতির পিতার ১০০ উক্তি ও সংক্ষিপ্ত জীবনপঞ্জি নিয়ে সংকলনটি সম্পাদনা করেছেন নাজমুল হুদা।
এই গ্রন্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক, অর্থনীতিবিদ, কলামিস্ট ও নতুন প্রজন্মের কয়েকজনের সঙ্গে একই মলাটে জায়গা করে নেয় নোয়াখালী বন্ধুসভার বন্ধু আসিফ আহমেদের লেখা।

২৫ জুন সন্ধ্যা ৭টায় ভার্চ্যুয়াল সভার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘আমার বঙ্গবন্ধু: প্রেম ও প্রেরণায়’ বইয়ের আনুষ্ঠানিক পাঠ উন্মোচন এবং লেখক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় সরাসরি এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লেখক সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়।
৪ জুলাই নোয়াখালী বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদের হাতে ‘আমার বঙ্গবন্ধু লেখক সম্মাননা’ স্মারক এসে পৌঁছায়। এই অর্জনে আসিফ আহমেদ দারুণ উচ্ছ্বসিত। এটি তাঁর লেখালেখির ক্ষেত্রে এক বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তিনি জানান। নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা এই অর্জনে আসিফ আহমেদকে অভিনন্দন ও শুভকামনা জানান।

আমার বঙ্গবন্ধু লেখক সম্মাননা স্মারক।
ছবি: সংগৃহীত

আসিফ আহমেদ ২০১৮ সালে নোয়াখালী জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও ২০২০ সালে নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। আসিফ আহমেদের নেতৃত্বে ২০১৫ সালে নোয়াখালী কিশোর আলো বুক ক্লাব গঠিত হয়। দীর্ঘকাল ক্লাবটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন তিনি। আসিফ বর্তমানে নোয়াখালী বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন।

সভাপতি, নোয়াখালী বন্ধুসভা