আমার একটা সেই তুমি চাই
আমার একটা সেই তুমি চাই
যে তুমিতে শুধু আমাকে পাই।
মনের কোণে তার ঘরজুড়ে
আমিই একা আর সব বহুদূরে।
মুগ্ধতা আর কথার খেলা দুটোয়
আমায় ছুঁয়ে রাখবে তোমার মুঠোয়।
তুমিই আমার সব, অন্য কিচ্ছু নয়
সবটুকু ভালোবাসা হবে তুমিময়।
অপ্সরাও তোমার চোখে ছাই
আমার একটা সেই তুমি চাই।
লংড্রাইভে গল্প করে কাটিয়ে দেবে
হাজার কথার ফুল বিছানায় নেবে।
চোখের পাতায় শ্রান্তি এনে ঘুমহীন
কাটাতে পারবে অনায়াসে রাত–দিন।
ফুচকার প্লেটে মরিচের ঝাঁজ
একসাথে কুচকে চোখের ভাঁজ।
আমার চাওয়াগুলো ছুঁয়ে থাকবে
পূর্ণতায় তোমার রূপান্তর টানবে।
আমার একটা সেই পুরুষ চাই
যে তুমিতে শুধু আমাকে পাই।