আগুন নিয়ে খেলছে সবাই

প্রতীকী ছবি।
অলংকরণ: বাবুল হোসাইন সোহাগ

আগুন নিয়ে খেলছে সবাই দিগ্‌দিগন্ত আলোকিত

ও ছুড়ছে একে আগুন, এ ছুড়ছে ওকে

জীবন হলো পরিণত নক্ষত্রলোকে।

আগুন এখন গা ছুঁয়েছে, এরও এবং তারও

উন্নতরা উৎসাহ দেয়, দেখি কত পারো!

দগ্ধ যারা মাটির ওপর খাচ্ছে গড়াগড়ি

উনুনগর্ভে লাল ও হলুদ লাকড়ি ও পাটখড়ি

এখানে যে দৃশ্য, দেখি ওখানেও তা-ই

এ দৃশ্য মোটামুটি রূপ পাচ্ছে স্থায়ী ।

ভেবেছিলাম, আতশবাজি নিভবে আকাশলোকে

মানুষপোড়া গন্ধে মানুষ উথলে ওঠে শোকে।

এখন এটা মড়ার জমিন, উড়ছে মড়াখেকো

আগুন নিয়ে চলছে খেলা, সাবধানে খুব থেকো।