অস্তিত্ব

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

দম আটকে আসে
কিছু ধূলিঝড়ের চোটে।
কখনো ক্ষতবিক্ষত হয় মন
কারও তীক্ষ্ণ ঠোঁটে।
অথবা বারংবারের অবহেলায়।
অস্তিত্ব...
নিজের অস্তিত্ব নিয়ে মনে আসে সংশয়।
চেনা মুখগুলো দেখেও বড্ড লাগে ভয়।

যেমন দিনের পরে আসে রাত;
তেমনি সুখের চাদরে কষ্টের বরাত।
ফিকে হয়ে আসে নিছক আনন্দ,
কষ্টের দোলাচলে সুখের সাথে দ্বন্দ্ব।
রাত হচ্ছে গভীর;
পৃথিবী ঢাকছে গাঢ় কুয়াশায়।
আমি শুধু ভেবে চলি
এই আঁধারের শেষ কোথায়!