অপেক্ষা মাত্র লক্ষ কোটি বছর

প্রতীকী ছবি। অলংকরণ: বাবুল হোসাইন সোহাগ

ওগো প্রিয়া,

আর মাত্র ক’লক্ষ কোটি বছর,

প্রসারিত অলিন্দে ছোটে টগবগে খুন,

মোহময় দৃষ্টি আরও শাণিত প্রখর।

চিকচিকে ধরাতল রাত্রি সুগভীর চান্নিপশর,

নিদ-ঘুমে অস্তাচল গ্রাম আর মস্ত শহর,

ঝরা পত্র-পল্লবেরা বাজে সুরেলা মর্মর,

তব ভূমে স্বর্গ রচি খুলি অবারিত দোর।

নিখাদ নীহারিকা দোলে রঙ্গ অস্তাচলে,

সবুজেরা সমারোহে সোনালি বদনে সহাস্যে বলে,

এলোমেলো স্বপ্ন শেষে সে কবে শান্তির ভোর?

কবি বলে এইতো, আর মাত্র ক’লক্ষ কোটি বছর।

নীলাচলে সাগরিকা উন্মত্ত ক্রোধ আর ঢেউ,

ক্লান্ত মরুভূমি মরীচিকায় সঙ্গী নহে কেউ,

রক্তিম পলাশ সাথে কোকিলের আশানিয়া বুলি,

এ অচঞ্চল পার্থিবে হাসে বাড়-বাড়ন্ত কলি।

ওগো প্রিয়া,

তোমার নয়নের জলে আঁকা আমার আরাধ্য বাসর,

সে নহে দূর অতি অপেক্ষায় রয়ে যাব,

আর মাত্র ক’লক্ষ কোটি বছর।