অনুভূ‌তির চি‌ঠি

প্রতীকী ছবি
অলংকরণ: বাবুল হোসাইন সোহাগ

নির্ঘুম চোখ অব‌লোকন কর‌বে না

মায়াময় ভো‌রের সৌন্দর্য,

স্বপ্নরা উঁ‌কি দে‌বে না চো‌খের পাতায়

কান্না অবিশ্রান্ত ধারায় বর্ষিত হ‌বে না যখন তখন।

কর্ণকুহ‌রে প্রবেশ কর‌বে না

কো‌কি‌লের ডাক, প্রিয়জ‌নের কণ্ঠস্বর

প্রিয় কোনো গা‌নের সুর।

তৃষ্ণার্ত হাত স্পর্শ পা‌বে না প্রিয়জ‌নের

ক্ষত-বিক্ষত হৃদ‌য় হাহাকার কর‌বে না আর।

অবসন্ন শরীর মে‌খে নি‌তে পার‌বে না

বৃষ্ট‌ির জল,

আলতারাঙা পা ভিজ‌বে না শি‌শিরস্নাত ঘা‌সে।

‌অভিমান-অনুয‌োগ বি‌লীন হ‌বে

এক নিমেষে!

‌শুধু বেঁচে থাক‌বে

ভা‌লোবাসা

আর

সুখকর স্মৃ‌তিরা।