অদেখা সরোবরে

অলংকরণ: আরাফাত করিম

এনেছ জলের পেয়ালা ভরে
হৃদয়ের শুষ্কতা উপষমিত করে
ভাসিয়ে দাও সবটুকু নোনা জল
জোয়ার হয়ে আবর্জনা নিয়ে চলে।
পলি রেখে ভরিয়ে দাও সমতল
সন্ধ্যায় এসো সুর তালের মূর্ছনায়
এলোমেলো হাওয়ায় ভরে আঙিনা
এক কাপ চা ঠোঁটে জমাব ভাবনায়।

ডানা ভেজা পাখিরা বৃষ্টিস্নাত রবে
মায়ার আঁচল মেলে দৃষ্টি ছুটে বহু দূরে
মন ছুটে যাবে অচেনা অদেখা সরোবরে
স্বর্ণলতা জড়িয়ে ধরবে বৃষ্টিস্নাত আদরে।
যে স্বপ্ন কাজল ধুয়েছিল অবারিত বরষা
তোমার আগমনে পরেছি ফের এ বেলা
হে শ্রাবণ তোমার ঝিরিঝিরি ঝিলিক রূপে
বারবার ফিরে আসব প্রকৃতির কোলে।