অদৃশ্য চাবুক

প্রতীকী ছবি।
সংগৃহীত

ভারাক্রান্ত পৃথিবীর মুখ
কুয়াশার মতো ঝরছে,
মহামারির অদৃশ্য চাবুক।
চারদিকে জমে আছে
মানুষের বিদ্রুপ, বিচ্ছিন্ন স্তূপ।
অদ্ভুত রহস্যে ঘেরা,
পৃথিবীর রূপ।
মাঝে প্রেম-আশা-স্বপ্ন সৌধে ঘেরা
মায়াবী লোলুপ।

মানুষেরা এই সবে দিশেহারা।
মানুষের ভালোবাসা হৃদয় গভীর
কাহারও মনের ঘর পাষাণ প্রাচীর।
যারা চলে গেছে গত প্রাণ,
তাহাদের কীর্তি,
পথে পথে রয়েছে অম্লান।
তাহাদের ঘ্রাণ আজ
আলোড়িত করে,
সকলের প্রাণ।

পীরগঞ্জ, ঠাকুরগাঁও