ভিনদেশ থেকে আসছে উড়ে
হাওয়ার তালে হেলেদুলে
নানা রঙের পাখি
নামছে ওরা হাওড়–বিলে
গাছগাছালির ফাঁকে ফাঁকে
করছে ডাকাডাকি।
বসত গড়ে শাপলার বিলে
গাঁয়ের পাশে ছোট নদে
সবুজভরা তীরে
ডানা মেলে দেখে ঘুরে
মুগ্ধ হয়ে মিশে শেষে
দেশি পাখির ভিড়ে।
আপন দেশের শীতের কাঁপন
দেহমনে সয় না যখন
বাংলাতে দেয় পাড়ি
অনেক স্মৃতিব্যথা নিয়ে
অবশেষে শীতের শেষে
যায় আমাদের ছাড়ি।
বাড্ডা, ঢাকা