কচুপাতায় জলের মেলা
ঘাসে নাচের তাল
ভাটির দেশে সুরের বেশে
মাঝি তোলে পাল।
খুকির মুখে মধুর হাসি
রাঙা পায়ে হাঁটে
কাছে এসে বলে বাবা
যাব আমি মাঠে।
গাছের ডালে বসে কোকিল
গায় যে মধুর গান
আকাশপানে চেয়ে দেখে
কত সুন্দর চাঁন।
কচুপাতায় জলের মেলা
ঘাসে নাচের তাল
ভাটির দেশে সুরের বেশে
মাঝি তোলে পাল।
খুকির মুখে মধুর হাসি
রাঙা পায়ে হাঁটে
কাছে এসে বলে বাবা
যাব আমি মাঠে।
গাছের ডালে বসে কোকিল
গায় যে মধুর গান
আকাশপানে চেয়ে দেখে
কত সুন্দর চাঁন।