ফুটবলসম্রাট পেলে
কিংবদন্তি পেলে
তুমি চলে গেলে
ফুটবলের এই জগতে
ইতিহাসটা খুলে।
আর হবে না দেখা
কিংবা কিছু শেখা
যেসব স্মৃতি রেখে গেছ
যাবে না কেউ ভুলে।
তোমার ভক্ত যারা
মর্মাহত তারা
পৃথিবীতে তুমি নেই আর
এই খবরটা শুনে।
থাকবে সবার মাঝে
কিংবদন্তির সাজে
ফুটবলের এই মাঝে
তোমার সকল গুণে।