সময়ের স্বরূপ
সময়গুলো সব সময় অন্ধকার হয়ে
নেমে আসে না।
কখনো এক টুকরো আলোর সন্ধান
খুঁজে বের করে।
হাজারো দুঃস্বপ্নের গল্পের মধ্যেও
সুখের কাহিনি রচিত।
ভেঙে যাওয়ার মধ্যে আবার নতুন
করে গড়ে ওঠা।
কখনো কখনো সময়গুলো নতুন
কিছু শিখিয়ে দেয়।
আর সময়গুলো সময়ের সঙ্গে
চিনতে সাহায্য করে।
ভালো-খারাপের মধ্যে ব্যবধান
তৈরি করতে শেখায়।
একটা সময়ে এসে মানুষ তার
আসল স্বরূপ চেনে।
অতিরিক্ত মোহমায়া একটা
সময় হারিয়ে যায়।