আমার বাবা

বাবা, প্রতীকী ছবিসংগৃহীত

বাবা তুমি সেরা,
রৌদ্র খরতাপে বৃক্ষরাজি হয়ে ছায়া দিলে কত;  
নিজের সকল আনন্দ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে,
সন্তানের সুখে।
ভালোবাসো রোজ,
স্বার্থহীনভাবে পৃথিবীতে আর কে আছে এমন?
তুমি যে অনন্য নিজেরই ব্যথা সুপ্ত রেখে শত
হাসিমুখে ছিলে!
হাত ধরে হেঁটে
সতত স্বপ্নের দিকে দৃষ্টি দিতে একদিন ছেলে
মানুষ হবেই; মুছে দেবে সব ব্যথা ও বেদনা
জগতের পরে।
অনুপ্রেরণার,
একপাত্র তুমি, ব্যর্থতা যে হারে তোমার কারণে।
রোজই পড়ার সময় প্রদীপ হাতে রেখে বসে
থাকতে পাশেই:
বাবা তুমি জানো,
তোমার ছেলেটি মানুষ হয়েছে ঠিক তুমি কই
আকাশের দিকে দৃষ্টি রাখি রোজ যদি দেখা মেলে,
ফিরে আসো বাবা।