থামাও এবার

অলংকরণ: মাসুক হেলাল

থামাও এবার ধ্বংস ও ক্ষয়ের খেলা
বিভেদ–বৈষম্যের দেয়াল সেঁটে দিয়ো না
সহজ মানুষের কোমল হৃদয়প্রান্তরে
থামাও এবার স্বার্থসিদ্ধির মহড়া
সত্য ও সুন্দরের পথে
মিথ্যার দেয়াল দাঁড় করিয়ে দিয়ো না
থামাও এবার লাভ ও লোভের কর্মযজ্ঞ
সরল মানুষ ঠকিয়ে ইমারত গড়ো না
মিথ্যার বেসাতি করে সুখ মেলে না
থামাও এবার অন্যায় যুদ্ধ
ফুলের সৌন্দর্য বোঝার চেষ্টা করো
বৃক্ষের ভাষা পড়তে শেখো
থামাও এবার ধ্বংস ও ক্ষয়ের খেলা।