ফাগুন বেলায়

পয়লা ফাল্গুন উপলক্ষে ফুলের দোকানে ক্রেতাদের আনাগোনা বেড়েছেছবি: সাদ্দাম হোসেন

ফাগুন আগুন ঝরাতে শুরু করেছে
বসন্তের মাতাল সমীরণ বইছে
কৃষ্ণচূড়া রক্তিম রং ধারণ করেছে
রমনার বটমূল ফুলের সাজে সেজেছে
মঞ্চ প্রস্তুত, ঋতুরাজ যে আসছে!

মাথায় ফুল, গায়ে হলুদ শাড়ি জড়িয়েছে—
মায়াবতী নারী
হাতে হাত রেখে প্রেমিক যুগল,
চোখে চোখে কত কয়ে যায় কথা
কবি তার কতটাই-বা বাঁধতে পারে
কবিতার খাতায়!

আমি প্রকৃতির কবি নই
নই প্রেমের কবি
তাই আমার কবিতায় ফুলও ফোটে না,
প্রেমও ঝরে না।
কবিতায় আমার বিষাদ ঝরে
বারি হয়ে শ্রাবণধারে!

ঋতুরাজনের বন্দনা গীত তাই আমি গাইব না
এই ফাগুন বেলায়, মাতাল হাওয়ায়
তানপুরাটায় নতুন সুর আর বাঁধব না!
হেমন্তের নির্জন গোধূলি কিংবা শ্রাবণ মেঘের
টানা অশ্রুঝরা দিনের মতোই
নিঃসঙ্গ আমি রইব বসে
নিরালায়-নির্জনে আপন মনে।